আজ ২৬শে নভেম্বর, ২০২২, মহকুমা আইনসেবা কমিটি, ধর্মনগর, উত্তর ত্রিপুরার উদ্যোগে ধর্মনগর মহকুমার অন্তরগত বড়ুয়াকান্দি উচ্ছ মাধ্যমিক স্কুলে ভারতের ৭৩তম সংবিধান দিবস উদযাপন করা হয়।
বিশিষ্ট ব্যক্তিরা আমাদের সংবিধানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এই দিনটি সেই সমস্ত মহান মহিলা এবং পুরুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যারা ভারতকে একটি সংবিধান দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যার জন্য আমরা খুব গর্বিত। ডক্টর বাবাসাহেব আম্বেদকরের অসাধারণ অবদানের কথা স্মরণ না করলে আমাদের সংবিধানের কোনো উল্লেখই সম্পূর্ণ হয় না।








CR007951CV02791

full-width