ভারবাহী দুই গাধা!

GK Dutta
0

 

দুই গাধা চলেছে পথ দিয়ে। দুটির পিঠেই ভারী বোঝা। একটির পিঠের দুধারে দুই বেতের চুপড়িতে মোহর আর টাকা, আর একটার পিঠের দুই দিকে দুই গমের বস্তা। যার পিঠে নামী জিনিস সে চলেছে মাথা উঁচু করে, আর ঘাড় নেড়ে নেড়ে গলায় বাঁধা ঘন্টা ঘন ঘন বাজিয়ে, গমের বস্তা বইছে যেটা সেটা নীরবে ধীরে সুস্থে তার পিছনে চলেছে।
পথের ধারে এক ঝোপে বসে ছিল কয়েকজন ডাকাত। তারা দুই গাধার চলনভঙ্গ দেখেই বুঝে ফেললে কার পিঠে কি দরের জিনিস। গাধা দুটি কাছাকাছি আসতেই তারা এক লাফে বেরিয়ে এসে যে গাধার পিঠে মোহর আর টাকা ভরা থলি, তলোয়ার দিয়ে তার পেট এ-ফোঁড় ও ফোঁড় করে দিয়ে থলি দুটো নিয়ে নিল। যার পিঠে গমের বস্তা তাকে দিল ছেড়ে।
প্রথম গাধাটা মরবার সময় কত বিলাপই না করে গেল। দ্বিতীয়টি তখন মনে মনে বলছে, ভাগ্যিস আমার বোঝার আকারটা দেখেই ওরা বুঝেছে এতে নজর দেবার দরকার নেই, আমাকে নিয়ে মাথা ঘামানোর ওদের দরকার নেই, তাই আমায় কিছুই খোয়াতে হল না, জানটাও আমার বেঁচে গেল, একটা আঁচড়ও লাগল না আমার গায়ে।

শিক্ষণীয়: অকারণ দম্ভ আড়ম্বর একসময় বিপর্যয় ডেকে আনে।

 CR007933CV02751

full-width

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!