সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় ও অরাবল্লী পাহাড়ের নতুন সংজ্ঞা ঘিরে কেন দেশজুড়ে ‘Save Aravalli’ আন্দোলন শুরু হয়েছে এই ভিডিওতে তার সম্পূর্ণ ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।
এই ভিডিওতে আপনি জানবেন👇
🔹 অরাবল্লী পাহাড়ের ইতিহাস ও গুরুত্ব
🔹 পরিবেশ ও জলবায়ুর ক্ষেত্রে অরাবল্লীর ভূমিকা
🔹 সুপ্রিম কোর্টের রায়ে কী বলা হয়েছে
🔹 নতুন সংজ্ঞা কেন বিতর্কিত
🔹 খনন (Mining) কি আবার বাড়বে?
🔹 কেন সাধারণ মানুষ, পরিবেশবিদ ও নাগরিক সমাজ প্রতিবাদে নেমেছে
অরাবল্লী পাহাড় শুধু একটি পাহাড়শ্রেণি নয় এটি উত্তর ভারতের জল, জলবায়ু ও জীবনের রক্ষাকবচ। এই পাহাড় ধ্বংস হলে বাড়বে জলসংকট, তাপপ্রবাহ ও মরুকরণ।
এই ভিডিওটি দেখুন, বুঝুন এবং মতামত গড়ে তুলুন।
👉 ভিডিওটি ভালো লাগলে Like করুন
👉 গুরুত্বপূর্ণ মনে হলে Share করুন
👉 এমন আরও সচেতনমূলক ভিডিওর জন্য Subscribe করুন
📢 Save Aravalli | Save Nature | Save Future
This video is created on the bases of the Opinion written by GK Dutta as on date 22.12.2025
