মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রভাতফেরি |

GK Dutta
0

আজ ২রা অক্টোবর ২০২৩ইং জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে জেলা আইন সেবা কতৃপক্ষ, উত্তর ত্রিপুরা জেলা ও মহকুমা আইন সেবা কমিটি, ধর্মনগর এর যৌথ উদ্যোগে ধর্মনগর শহরের প্রানকেন্দ্র জুড়ে এক প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। উক্ত প্রভাতফেরি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধর্মানগর জেলা আদালত চত্বরে এসে সমাপ্ত হয়। উক্ত প্রভাত ফেরির শুভ সুচনা করেন মহকুমা আইনসভা কমিটির সদস্য সচিব অপরাজিতা সিংহ মহাশয়া ততসঙ্গে জেলা আইন সেবা কতৃপক্ষ, উত্তর ত্রিপুরা জেলা ও মহকুমা আইন সেবা কমিটি, ধর্মনগর এর সকল আইন সেবক (পি.এল.ভি) রা এবং সাংস্কৃতিক শিল্পিবৃন্দরা উপস্থিত ছিলেন।














ORM008261CW04706


full-width

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!