আজ ১৭ই ডিসেম্বর ২০২৩ইং, রবিবার সকাল ১১ ঘটিকা থেকে বিকাল ৫ঘটিকা পর্যন্ত জেলা আইন সেবা কর্তৃপক্ষ, উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে ও পরিচালনায় ধর্মনগর মহকুমা প্রশাসনের সহযোগিতায়, ধর্মনগর মহকুমাধীন মধুবন এ.ডি.সি ভিলেজের অন্তরগত জীবন ত্রিপুরা উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একদিনের “মেগা আইনি পরিষেবা শিবির” অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অংশুমান দেববর্মা, জেলা দায়রা জজ, উত্তর ত্রিপুরা জেলা। অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন শ্রী রাজর্ষী চক্রবর্তী, জেলা সচিব, জেলা আইন সেবা কর্তৃপক্ষ, উত্তর ত্রিপুরা জেলা। মহকুমা শাসক, ধর্মনগর। সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুবরাজনগর আর.ডি ব্লক। শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তা, পানিসাগর ও প্রধান শিক্ষক, জীবন ত্রিপুরা উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়।
























উক্ত শিবিরের উত্তর ত্রিপুরা জেলার সর্বমোট ২২টি দপ্তরের আধিকারিকরা পরিসেবা ষ্টলের মাধ্যমে প্রায় ৫০০জন নাগরিককে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের জনসেবা মূলক পরিষেবা গুলি প্রদান করা হয়।

 ORM008337CW05180

full-width