মতামত: ভারত নাকি ইন্ডিয়া - দেশের নাম কোনটা ঠিক?

GK Dutta
0

তারিখ: ০৭ই সেপ্টেম্বর, ২০২৩ঃ ভারত নাকি ইন্ডিয়া এ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা! সোশ্যাল মিডিয়ায় হোয়াটস্যাপ ইউনিভার্সিটির গুনি জনেরা অর্ধেক সত্য দিয়ে আমাদের বুঝাতে চাইছেন যে ভারত আমাদের দেশের আসল নাম এবং ইন্ডিয়া আমাদের ব্রিটিশদের দেওয়া একটি নাম। আসলে কি তাই?

ইন্ডিয়া নামটি সেই সময়ে থেকে যখন ব্রিটিশরা গাছে বাস করত। এটা হাজার হাজার বছর আগের কথা যখন ভারতের মানুষ সিন্ধু নদীর কাছে বসবাসকারী মানুষ হিসেবে পরিচিত ছিল, যাকে সিন্ধু বলা হত, যার ফলে আমাদের লোকেদের হিন্দু বলা হত। সেখান থেকেই আমাদের দেশের নাম ইন্ডিয়া এসেছে। হাজার হাজার বছর আগে, টলেমির মানচিত্রে আমাদের দেশকে ইন্ডিয়া বলে উল্লেখ করা হয়েছে এবং কোনো সন্দেহ নেই যে আলেকজান্ডার দ্য গ্রেট ইন্ডিয়ার দিকে এসেছিলেন। তাহলে বৃটিশদের ইন্ডিয়া নামের সাথে সংযোগ কোথায়?

আপনি শাসক বা বিরোধী, কোন একটা রাজনৈতিক দলের সমর্থক? ভালো কথা তাঁতে দোষের কিছু নেই! অথবা একজন নাগরিক হিসেবে আপনি আপনার মতামত তুলে ধরছেন? তাঁতেও দোষের কিছু নেই! শুধু অনুরুধ আগে বুঝুন তারপর মতামত ব্যক্ত করুণ! অতিদেশপ্রেম দেখাতে গিয়ে দেশের অপমান করবেন না!



◉ ORM008234CW04540

full-width

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!