আজ ০৪টা সেপ্টেম্বর ২০২২ইং মহকুমা আইন সেবা কমিটি, ধর্মনগর, উত্তর ত্রিপুরার উদ্যোগে ও পরিচালনায় ধর্মনগর মহকুমার অন্তর্গত শ্রীপুর স্থিত সংঘদ্বীপ সামাজিক সংস্থার হল ঘরে নারীর ক্ষমতায়ন বিষয়ক একদিনের  আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্য সহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়






CR007868CV02307
full-width