আজ ৭ই আগস্ট, ২০২৫, মহকুমা আইনসেবা কমিটি, ধর্মনগরের উদ্যোগে ও পরিচালনায় পানিসাগর আর.ডি. ব্লকের অন্তর্গত নোয়াগাং এ.ডি.সি. গ্রামে একটি " গ্রামীণ আইনি সহায়তা কেন্দ্র" (Village Legal Care & Support Center) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা আইনি আইনসেবা কর্তৃপক্ষের জেলা সম্পাদক শ্রী রাজর্ষি চক্রবর্তী এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী রাজর্ষি দেবনাথ।
এই কেন্দ্রের মূল উদ্দেশ্য হল নোয়াগাং এ.ডি.সি. সহ আশেপাশের গ্রামবাসীদের বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করা। অনেক গ্রামীণ নাগরিক আইনি প্রক্রিয়া ও অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এই উদ্যোগ তাদের সেই সুযোগ এনে দিতে এক ধাপ এগিয়ে যাবে।
আইনি সহায়তা কেন্দ্রটি প্রতি সপ্তাহের রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি, প্যারা লিগ্যাল ভলান্টিয়ার হিসেবে দায়িত্বে থাকবেন শ্রী বুলনেইমান হলাম, যিনি স্থানীয়দের আইনি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

◉ ORMD08936YD03624