ফিরতে ঘরে ভয়… ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয় না না নেই যে আমার শূন্য ঘরে একলা থাকার ভয় ঘরেই কত আপন মানুষ শত্রু সেজে রয় কেউ কি আমায় বলতে পারো আপন কারে কয় যারেই যখন এই ভুবনে আপন মনে হয় সময়মতন সেই দিয়ে যায় অন্য পরিচয় আপন নিয়েই শঙ্কা আমার, পর তো পরই রয় আপন যত দুঃখ দেবে পর ততটা নয় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে ঘরের দরোজায় দুঃখগুলো রাত্রি জাগে আমার প্রতীক্ষায় সন্ধ্যে হলেই বুকের ভেতর গুম্‌রে ওঠে ভয় আর চোখের নীচে সাত সাগরের কান্না জমা হয় চোরের মতন বসত করি আমারই ঘর বাড়ি সেই ঘরেতে দুঃখগুলোর বিরাট জমিদারী আমার বুকের পাঁজর ভেঙ্গে বাসর সে সাজায় আগুন জ্বেলে খেলা করে পুড়িয়ে সুখ পায় ক্রীতদাসের মতন আমার শেকল পরা হাত দুঃখগুলো রাত্রি জেগে ভোর করে দেয় রাত স্বপ্ন পুড়ে ছাই করেছে জীবনও যায় যায় সাধ করে আর কেউ কি বলো ঘর ছেড়ে পালায় অনেক দূরের আকাশটাকে আপন মনে হয় তার নীল হৃদয়ে তারায় তারায় দুঃখ জ্বলে রয়...

------------------------THANK YOU FOR WATCHING------------------
GK Dutta is Consultant, Social & Human Rights Activist, Photographer, and Journalist from Tripura, India. For more details visit: https://www.GKDutta.com
You Can Connect with GK Dutta via
-----------------------------------------------------------------------------------
full-width