তিলথৈ
রুপচরন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প শাখার উদ্যোগে পরিচালিত
চতুর্থ দিনের বিশেষ শিবিরে (02.01.2020) বিনামূল্যে আইনি পরিষেবা এবং ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য নিয়ে
আলোচনা রাখেন উত্তর ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষের আইন সেবক শ্রী: গোপিকা
কান্ত দত্ত মহাশয়।
উক্ত
বিশেষ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে আইন সেবক শ্রী: গোপীকা কান্ত দত্ত পণ প্রথা,
বাল্য বিবাহ,
ভারতীয় সংবিধান সহ বেশ কিছু গুরুত্ব
পূর্ণ আইন ও তার ব্যাবহারিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন।
0 মন্তব্যসমূহ