জেলা আইনসেবা কতৃপক্ষ, উওর ত্রিপুরা জেলার উদ্যোগে ধর্মনগরের বৈঠাংবাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলে ১৫ই ডিসেম্বর ২০১৯ইং একটি "মেগা আইনি পরিষেবা" শিবির অনুষ্টিত হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আইনসেবা কতৃপক্ষ, উওর ত্রিপুরা জেলার চেয়ারম্যান শ্রী গৌতম সরকার মহাশয়। শিবিরে অনেক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত ছিলেন তাছাড়া মহকুমা আইন্সাসেবা কমিটি, ধর্মনগর এর সদস্য সচিব, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ধর্মনগর, উত্তর ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরার সিনিয়র জুডিশিয়াল অফিসাররা।
এই শিবিরের উদ্দেশ্য হল দরিদ্র ও দরিদ্রদের বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের অধীনে তাদের জন্য প্রাপ্ত অধিকারগুলি পেতে সহায়তা করা। জেলা প্রশাসন, উত্তর ত্রিপুরা সহ বিভিন্ন সরকারী বিভাগ আইনী পরিষেবা শিবিরে স্থাপন করা স্টলের মাধ্যমে উদ্দিষ্ট সুবিধাভোগীদের জন্য তাদের পরিষেবা এবং স্কিমগুলি তুলে ধরেন।
0 মন্তব্যসমূহ