আজ ২৪শে ডিসেম্বর ২০১৭ইং সকাল ১১ ঘটিকায় আমি নেহরু যুব কেন্দ্র, উত্তর ত্রিপুরার সহযোগিতায় চিন্তা লোহার সদন, হাফলং এ শ্রীপুর গ্রামের গোল্ডেন ইয়ুথ সোসাইটি দ্বারা আয়োজিত একদিনের "নেবারহুড ইয়ুথ পার্লামেন্ট"-এ অংশগ্রহন করি। এই কর্মসূচির লক্ষ্য যুবকদের তাদের নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা করতে এবং উন্নয়ন প্রক্রিইয়ায় অংশগ্রহন করতে উদ্বুদ্ধ করা।




full-width