অদ্যরোজ বৃহস্পতিবার, ০৬ই জুলাই ২০১৭ইং দেয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের, ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃতঃ রাজনারায়ন তেওয়ারীর বাড়ীতে শ্রীপুর, হাঁফলং ও দেওয়ানপাশা এলাকার সচেতন নাগরিকদের নিয়ে এক সাধারন সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় শ্রীমতি নমিতা তেওয়ারী ও লক্ষি তেওয়ারী, পিতাঃ মৃত-ধনঞ্জয় তেওয়ারী গ্রাম- দেওয়ানপাশা, ওয়ার্ড নং-৫, ধর্মনগর, উত্তর ত্রিপুরা, ত্রয় নিজ ভূমি জাল নথিপত্র দাখিল করে প্রতারনা মূলক জাল দলিল করে সম্পত্তি (ভূমি) আত্মসাৎ করে শ্রীমতিঃ রীনা রানি সোনার (সাও), স্বামীঃ সঞ্জয় কুমার সাও। ১৫-০৯-২০১৬ ইং প্রসাশনকে লিখিত ভাবে ঘটনা অবহিত করার পরও রহস্যময় অজানা কারনে প্রসাশন এই বিষয়ে উদাসীন ও শীতঘুমে লিপ্ত। এ বিষয়ে আগামি দিনের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
--------------------------------THANK YOU FOR WATCHING-------------------------------
GK Dutta is Consultant, Social & Human Rights Activist, Photographer, and Journalist from Tripura, India. For more details visit www.GKDutta.com
You Can Connect with GK Dutta via
Twitter: https://twitter.com/gkduttaindia
Instagram: https://www.instagram.com/gkdutta/
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
0 মন্তব্যসমূহ