স্পনসরশিপ লেটার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম!

GK Dutta
0

২রা নভেম্বর ২০১৪ইং, সকাল ১১টায় আমি TCCI-কম্পিউটার ইনস্টিটিউটের মিশন রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা এর বেসিক কম্পিউটার শিক্ষা স্পনসরশিপ চিঠি বিতরণ অনুষ্ঠানে ছিলাম, আমি ধর্মনগর মহকুমার অধীনে পাঁচজন দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে প্রাথমিক কম্পিউটার শিক্ষার স্পনসরশিপ চিঠি হস্তান্তর করেছি। আমার "লেটস মেক এ স্মাইল" এর একটি অংশ হিসাবে এই কর্মসুচি।


ছাত্রছাত্রীদের নাম:
১. পাপন পল- জামিরালা, হুরুয়া, ধর্মনগর, উত্তর ত্রিপুরা
২. বৃন্দাবন রায়- আলগাপুর রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা
৩. বাপন রায়- আলগাপুর রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা
৪. অরূপ মালাকার- উত্তর হুরুয়া, ধর্মনগর, উত্তর ত্রিপুরা
৫. রুপতি পল- ডালুকান্দি, রাঘনা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা

TCCI, মিশন রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরাকে আমার আন্তরিক ধন্যবাদ।

full-width

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!