২০২৫ সালের ৯ই নভেম্বর, জাতীয় আইন আইনিসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলায় দুটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়। জেলা আইনিসেবা কর্তৃপক্ষ (DLSA), উত্তর ত্রিপুরার উদ্যোগে একটি কর্মসূচি ধর্মনগর জেলা আদালত প্রাঙ্গণে আয়োজন করা হয়। একই সঙ্গে, মহকুমা আইনসেবা কমিটি (SDLSC), ধর্মনগর, উত্তর ত্রিপুরার উদ্যোগে কলাছেড়া আর.ডি. ব্লকের অন্তর্গত সাকাইবাড়ি গ্রাম পঞ্চায়েতে আরেকটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
আসুন নিশ্চিত করি, ন্যায়বিচার যেন সবার জন্য সমানভাবে প্রাপ্য হয়; কারণ কেউই পিছিয়ে পড়ে থাকা উচিত নয়।
◉ ORMD09030YD05755










