কামেশ্বর গ্রাম পঞ্চায়েতে গ্রামীণ আইনি সহায়তা কেন্দ্রের উদ্বোধন

GK Dutta
0

আজ ৪ নভেম্বর, ২০২৫, মহকুমা আইনসেবা কমিটি, ধর্মনগরের উদ্যোগে ও পরিচালনায় যুবরাজনগর আর.ডি. ব্লকের অন্তর্গত কামেশ্বর গ্রাম পঞ্চায়েতে একটি "গ্রামীণ আইনি সহায়তা কেন্দ্র" (Village Legal Care & Support Center) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী যুথিকা দেবনাথ।

এই কেন্দ্রের মূল উদ্দেশ্য হল কামেশ্বর গ্রাম পঞ্চায়েতে সহ আশেপাশের গ্রামবাসীদের বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করা। অনেক গ্রামীণ নাগরিক আইনি প্রক্রিয়া ও অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এই উদ্যোগ তাদের সেই সুযোগ এনে দিতে এক ধাপ এগিয়ে যাবে।
আইনি সহায়তা কেন্দ্রটি প্রতি সপ্তাহের রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি, প্যারা লিগ্যাল ভলান্টিয়ার হিসেবে দায়িত্বে থাকবেন শ্রীমতি চৈতালী চক্রবর্তী, যিনি স্থানীয়দের আইনি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ORMD09025YD05620

full-width

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!