আজ, ২৪শে আগস্ট ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, জেলা আইনিসেবা কর্তৃপক্ষ (DLSA), উত্তর ত্রিপুরার উদ্যোগে ও উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন এবং ধর্মনগর মহকুমা প্রশাসনের সহযোগিতায়, কালাছড়া আর.ডি. ব্লকের ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক দিনের “মেগা আইনি পরিষেবা শিবির” অনুষ্ঠিত হয়।
এই শিবিরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অংশুমান দেববর্মা, জেলা ও দায়রা বিচারক, উত্তর ত্রিপুরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন শ্রী রাজর্ষি চক্রবর্তী, জেলা সচিব, জেলা আইনিসেবা কর্তৃপক্ষ, উত্তর ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী নারায়ণ দেবনাথ, ব্লক উন্নয়ন আধিকারিক, কালাছড়া আর.ডি. ব্লক এবং লালছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতি শ্রাবণী নাথ।
এই শিবিরে প্রায় ২৫০০ জন নাগরিক, বিশেষ করে কদমতলা ও কালাছড়া আর.ডি. ব্লক এলাকার মানুষজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উত্তর ত্রিপুরা জেলার ২৪টি বিভাগের কর্মকর্তারা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন জনসেবামূলক পরিষেবা প্রদান করেন। শিবির চলাকালীন প্রায় ১৩২০ জন নাগরিক সরাসরি এই পরিষেবাগুলোর সুফল লাভ করেন।
◉ ORMD08953YD04021