আজ ২৮শে জুলাই ২০২৫, মহকুমা আইনসেবা কমিটি, ধর্মনগরের উদ্যোগে ও পরিচালনায় কালাছড়া ব্লকের অন্তর্গত বরুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতে একটি গ্রামীণ আইনি সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্টানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রাজর্ষি চক্রবর্তী (ডিস্ট্রিক্ট সেক্রেটারি, জেলা আইনসেবা কর্তৃপক্ষ, উত্তর ত্রিপুরা) এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রূপালী নাগ।
এই কেন্দ্রের মূল উদ্দেশ্য হল বরুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতসহ আশেপাশের গ্রামবাসীদের বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করা। অনেক গ্রামীণ নাগরিক আইনি প্রক্রিয়া ও অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এই উদ্যোগ তাদের সেই সুযোগ এনে দিতে এক ধাপ এগিয়ে যাবে।
আইনি সহায়তা কেন্দ্রটি প্রতি সপ্তাহের রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি, প্যারা লিগ্যাল ভলান্টিয়ার হিসেবে দায়িত্বে থাকবেন শ্রী রাজু ধর, যিনি স্থানীয়দের আইনি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
◉ ORMD08926YD03341