আজ ১১ জুলাই ২০২৩ইং, সারা বিশ্বে বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day) পালিত হয়। এরই অঙ্গ হিসেবে জেলা আইন সেবা কতৃপক্ষ, উত্তর ত্রিপুরা, ধর্মনগর এর উদ্যোগে ধর্মনগর শহর জুড়ে সচেতনতা মূলক পোষ্টারিং করা হয় এবং জন মনে সচেতনতা গড়ে তুলার লক্ষ্যে পানিসাগর মহকুমার অন্তরগত রামনগর বাজারে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন আইনজীবী শ্রী হেমকান্তি দেব নাথ ও আইন সেবক শ্রী গোপীকা কান্ত দত্ত মহাশয়।








এই বিশেষ দিনটি উদযাপনের উদ্দেশ্য হল ক্রমবর্ধমান জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করা। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জনসংখ্যা অনেক গুরুতর সমস্যার কারণ হয়ে উঠছে। যে কোনো দেশের জনসংখ্যা মানবসম্পদ হিসেবে পরিগণিত হয়, কিন্তু অনিয়ন্ত্রিত জনসংখ্যা সে দেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এর ফলে দেশে নিরক্ষরতা, বেকারত্ব, দারিদ্র্য ও অনাহারের মতো পরিস্থিতিও দেখা দিচ্ছে। তবে এমন নয় যে দেশে ক্রমবর্ধমান জনসংখ্যা মোকাবেলায় সম্পদের অভাব রয়েছে। কোনো কিছুর অভাব থাকলে তা হলো 'সচেতনতা'।










ORM008178CW04180

full-width