আজ, ২৬শে জুন ২০২৩ইং, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ, উত্তর ত্রিপুরা জেলা কতৃক অবৈধ মাদক সমাজের প্রধান সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে ধর্মনগর শহরের কেন্দ্রস্থলে একটি সচেতনতা র‍্যালি ও স্ট্রীট ড্রামার আয়োজন করা হয়।
Today (26.06.2023) on the occasion of International Day against Drug Abuse and Illicit Trafficking 2023 District Legal Services Authority, North Tripura District organised a Awareness Rally and Street Drama in the heart of Dharmanagar City to raise awareness of the major problem that illicit drugs represent to society.

ORM008163CW04102

full-width