গায়ের জোরে সমস্যার সমাধান হয়না বরং সমস্যা বাড়ে!

GK Dutta
0

 

কিছু দিন আগে আমার একটি ল্যাপটপ নষ্ট হয়ে যায়, এটি মেরামত করার জন্য ল্যাপটপের স্ক্রু গুলি খুলার প্রয়োজন পরে। সব গুলি স্ক্রু যথাক্রমে খুলেও যায় কিন্তু বিপত্তি বাধে মধ্যের দুটি স্ক্রু নিয়ে, অনেক চেষ্টা করেও যখন স্ক্রু গুলি খুলতে পারছিলাম না, তখন গায়ের জোরে স্ক্রু দুটি খুলার চেষ্টা করলাম, স্ক্রু খুলছে না দেখে ল্যাপটপের বডির প্ল্যাস্টিক কেটে স্ক্রু দুটি খুলার চেষ্টা করি, কিন্তু তাতেও আমি ব্যর্থ হই। অবশেষে আমার এক দাদার পরামর্শে আজ একজন মেকানিক দাদার কাছে ল্যাপটপটি নিয়ে যাই, উনি ল্যাপটপটি দেখেই বলেন যে এটা কাটার কি দরকার ছিল উনার কাছে নিয়ে গেলেই হত, উনি স্ক্রু দুটি খুলে দিয়ে দিতেন। এবং যথারীতি ৫মিনিটেই স্ক্রু গুলি খুলে আমাকে দিয়ে দেন।

শিক্ষণীয়: বাস্তব অভিজ্ঞতায় যা শিখলাম, যে কাজের জন্য যে যোগ্য তাকে দিয়ে সেই কাজ করানটাই উচিৎ, অযোগ্য ব্যক্তির হাতে কাজের দায়িত্ব দিলে ফলাফল ঠিক কি হতে পারে তা এই ছবিতে প্রকাশ পায়।
 CR007914CV02655
full-width

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!