আজ ২০ই মার্চ ২০২২ইং মহকুমা আইন সেবা কমিটি, ধর্মনগর, উত্তর ত্রিপুরাউদ্যোগে ও পরিচালনায় ধর্মনগর মহকুমার অন্তর্গত হাফলং ছড়া উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে একদিনের মেগা আইনি পরিষেবা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরের মাধ্যমে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের জনসেবা মূলক পরিষেবা গুলি প্রদান করা হয়।














CR007700CV01585

full-width