STREET LIGHTS OF SRIPUR GP

GK Dutta
যুবরাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অধীনস্ত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে বিগত ২০১৮ সালের শেষের দিকে যে স্ট্রীট লাইট গুলি লাগানো হয়েছিল তার মধ্যের বেশ কিছু স্ট্রীট লাইট বিগত প্রায় এক মাস থেকে বিকল হয়ে আছে। কর্তৃপক্ষ সজাগ ঘুমে থাকায় দীর্ঘদিন থেকে বিকল হয়ে থাকা স্ট্রীট লাইট গুলি সারাইয়ের কোন উদ্যোগ নেই।
২০১৮ সালের শেষের দিকে প্রায় ৯লক্ষ (8,73,288.00) টাকা ব্যায় করে স্ট্রীট লাইট গুলি লাগানো হয়েছিল যদিও পঞ্চায়েত সচিব শ্রীঃ মনতোষ রায় মহাশয় বিগত প্রায় পাচ মাস থেকে ব্যায়ের সটিক তথ্য সহ হিসেব দিতে পারছেন না।
কর্তৃপক্ষের নিকট অতি সত্বর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের মাধ্যমে স্ট্রীট লাইট গুলি পুনরায় চালু করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

--------------------------------THANK YOU FOR WATCHING-------------------------------
GK Dutta is Consultant, Social & Human Rights Activist, Photographer, and Journalist from Tripura, India. For more details visit www.GKDutta.com
You Can Connect with GK Dutta via
Twitter: https://twitter.com/gkduttaindia
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!