পশ্চিম দেওয়ানপাশা গ্রামীন আইন সহায়তা কেন্দ্রের উদ্যোগে এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের সহায়তায় ১০ই অক্টোবর ২০১৯ইং বিকেল ৪ ঘটিকায় পশ্চিম দেওয়ানপাশা গ্রামে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।



সচেতনতা শিবিরে সভাপতিত্ব করেন শ্রীমতি নিয়তি দাস, প্রধান পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী: ভানুপদ চক্রবর্তী, এসপি, উত্তর জেলা। এছাড়াও অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রাজীব সূত্রধর, মহকুমা পুলিশ অফিসার, ধর্মনগর এবং শ্রী মিলন দত্ত, অফিসার ইনচার্জ, ধর্মনগর থানা। অনুষ্ঠানের শুরুতে, আইন সেবক হিসেবে আমি বিনামূল্যে আইনি পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আজকের এই সচেতনতা শিবিরটি উল্লেখযোগ্য ছিল সাধারণ জনগণের উপস্থিতিতে, বেশিরভাগই স্থানীয় মহিলারা।

full-width