অদ্যরোজ বুধবার ১২ই ডিসেম্বর ২০১৮ইং দুপুর২ঘটিকায় জাতীয় সেবাপ্রকল্প, কদমতলা উচ্ছ মাধ্যমিক বিদ্যালয় কতৃক আয়োজিত সাত দিনের প্রশিক্ষন শিবিরের ২য় দিনের কর্মসূচির অন্তরগত আলোচ্য বিষয় বস্তু “মানব অধিকার” নিয়ে এক আলোচনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানে ত্রিপুরা রাজ্য হিউম্যান রাইট্স অর্গানাইজেশনেরএর উওর ত্রিপুরা জেলা কমিটির অন্যান্য পদাধিকারীদের সাথে আমিও উপস্তিত ছিলাম এবংতথ্য জানার অধিকার আইন, বিনামুল্যে আইনি পরিষেবা ও মানব অধিকার সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গীক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচিতে যোগদান করি ||
ডিসেম্বর ১২, ২০১৮
0