গতকাল ২৬শে জুন ২০১৮ইং রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ পুর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা আমাকে ফোনে জানান যে, আজ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০মিনিট নাগাদ একই গ্রামের বাসিন্দা উনার পুত্রবধুকে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। পিড়ীতা কোন ভাবে পালিয়ে নিজের আত্ম রক্ষা করেন এবং বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পিড়ীতার বক্তব্য অনুসারে বিয়ের ছয় মাস পর থেকেই স্বামী ও শাশুড়ি প্রতিদিন কোন না কোন অজুহাতে পিড়ীতাকে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন। আজ ২৭শে জুন ২০১৮ইং সকাল আনুমানিক ৮ ঘটিকা নাগাদ আমি ধর্মনগর জেলা হাসপাতালে গিয়ে পিড়িতা ও তার পরিবারের সাথে বিস্তারিত কথা বলি এবং প্রয়োজনীয় আইনি সাহায্য প্রধানের আশ্বস্ত করি।

full-width