বিগত ২৫শে এপ্রিল ২০১৮ তারিখের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে, আজ (২৮-০৪-২০১৮) সকাল ১০.৩০ মিনিট থেকে বিকাল ৫.৩০ মিনিট অবদি, আমরা যুবরাজনগর সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনস্থ বালিধুম এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ডের জনগনের সাথে দেখা ও কথা বলতে এবং তাঁদের অভিযোগের বাস্তবতা যাচাই করতে গ্রামে যাই। আমরা ৮ ঘন্টা সময় গ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করি এবং এলাকার জনগনের সাথে কথা বলে জানতে পারি যে, এলাকার অধিকাংশ পরিবারের সৌচালয় নেই, পানীয় জলের সু-ব্যাবস্থা নেই, প্রধানমন্ত্রী আভাস যোজনার ঘর অধিকাংশ পরিবার পান নি, গ্রামের উন্নয়ন মূলক কাজের অর্থ কাজ না করিয়ে হাপিস করে দেওয়া হয়েছে, এরকমের অনেক সমস্যা গ্রামবাসী আমাদের কাছে তুলে ধরেন। আমরা আগামি ৯০ দিনের মধ্যে উক্ত গ্রামের জনগনের অভিযোগের সমাধান ও সরকারি প্রকল্পের সুবিধা এলাকার অবহেলিত দরিদ্র জনগনের মাঝে পৌছে দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ গ্রহন করব।

full-width