জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, উত্তর ত্রিপুরা জেলা কতৃক ৩০শে মার্চ ২০১৮ইং উত্তর ত্রিপুরার পানিসাগর আর.সি.পি কলেজ মাঠে একদিনের "মেগা আইনি পরিষেবা" শিবির অনুষ্টিত হয়।

উত্তর ত্রিপুরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শ্রী উদিত চৌধুরী মহাশয় এবং ত্রিপুরা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর সদস্য সচিব, শ্রী বিশ্বজিৎ পালিত মহাশয় উক্ত শিবিরের উদ্বোধন করেন। ক্যাম্পে অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন যার মধ্যে রয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট, উত্তর ত্রিপুরা, পুলিশ সুপার, উত্তর ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরার সিনিয়র জুডিশিয়াল অফিসাররা।

এই শিবিরের উদ্দেশ্য হল দরিদ্র ও দরিদ্রদের বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের অধীনে তাদের জন্য প্রাপ্ত অধিকারগুলি পেতে সহায়তা করা। জেলা প্রশাসন, উত্তর ত্রিপুরা সহ বিভিন্ন সরকারী বিভাগ আইনী পরিষেবা শিবিরে স্থাপন করা স্টলের মাধ্যমে উদ্দিষ্ট সুবিধাভোগীদের জন্য তাদের পরিষেবা এবং স্কিমগুলি তুলে ধরেন।

full-width