আজ ৭ই ডিসেম্বর ২০১৭ইং সকাল ০৯ ঘটিকায় আমি যৈথাং এডিসি গ্রামের একটি বাড়ি থেকে গার্হস্থ্য সহিংসতা সংক্রান্ত সমস্যা বিষয়ে একটি ফোন আসে এবং আমি দ্রুত পিড়িতার বাড়িতে যাই ও প্রয়োজনীয় আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করি।

full-width