আজ(২৪.০৮.২০১৭) বিকাল ৪ঘটিকায় ধর্মনগর মহকুমার অন্তরগত দেওয়ানপাশা, হাফলং ও শ্রীপুর গ্রামের সচেতন নাগরিকদের পক্ষ থেকে District Magistrate & Collector, North Tripura এর নিকট হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করা হয়।
গত ১৩/০৯/২০১৬ আমাদের নজরে আসে যে শ্রীমতি নমিতা তেওয়ারী ও লক্ষী তেওয়ারী, পিতা মৃতঃ ধনঞ্জয় তেওয়ারী এর ৩৬শতক জায়গা গ্রামঃ দেওয়ানপাশা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা, একই গ্রামের বাসিন্দা শ্রীমতিঃ রীনা রানি সোনার(সাহু) স্বামীঃ শ্রী সঞ্জয় কুমার সাহু অবৈধ ভাবে দলিল করে আত্মসাৎ করে। আমরা ঘটনার খোঁজ খবর নিয়ে বিগত ১৫/০৯/২০১৬ইং মহকুমা শাসক, ধর্মনগর এর কাছে এই বিষয়ে সুষ্ট তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহনের জন্য লিখিত অভিযোগ দায়ের করি। প্রশাসনের দীর্ঘমেয়াদী উদাসিনতার জন্য গ্রামবাসি পুনরায় ২০/০৭/২০১৭ ইং মহকুমা প্রশাসনের কাছে গণডেপুটেশন প্রদান করা হয়। কিন্তু বিষ্ময়ের বিষয় যে আজ অবদি ঘটনার কোন সুষ্ট মিমাংসা বা পদক্ষেপ গ্রহন হয়নি, তদন্তের নামে দীর্ঘ মেয়াদি অবহেলার কারনে আজ দুটি নাবালিকা কন্যা নিরুপায় ও অসহায়। সেইহেতু, বিষয়টি সুষ্ট তদন্তক্রমে দ্রুত পদক্ষেপ গ্রহন করার জন্যে আজকের এই প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ