যুবরাজনগর সমষ্টি উন্নয়ন কেন্দ্রের অন্তর ভুক্ত হাফলং গ্রাম পঞ্চায়েত অফিসে বিনামুল্যে চক্ষু চিকিৎসা কেন্দ্রটি এলাকার গ্রাম পঞ্চাযেত এবং সমষ্টি উন্নয়ন অধিকর্তাকে শীত ঘুমে রেখে রাতা-রাতি উপ্তাখালি PHC এর নিকট স্থানান্তরিত করার প্রতিবাদে অত্র এলাকার জনগন দলমত নির্বিশেষে সন্মিলিত ভাবে প্রতিবাদে এগিয়ে আসেন। অবশেষে মহকুমা শাসক ও জেলা স্বাস্থ্য অধিকর্তা বিকাল ৪ ঘটিকায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আস্বাসদেন

উক্ত প্রতিবাদকে সাফল্য মন্ডিত করতে হাফলং গ্রাম পঞ্চায়েত এবং দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের প্রধান সক্রিয় ভুমিকা গ্রহন করেন।

full-width