২৯শে আগষ্টের ঘটনাটি কি শুধুই একটি দুর্ঘটনা?

GK Dutta

রাজ্যে নিত্যদিন ঘটে যাওয়া আর দশটি ঘটনার মত এই ঘটনাটিকেও নিচক একটি দুর্ঘটনা ভেবে অথবা আমরা যারা নিয়তিতে বিশ্বাস করি তাঁরা এই ঘটনাটিকে নিয়তির নির্মম পরিহাস ভেবে এড়িয়ে যেতে পারি। অথবা দু’দিন এই ঘটনাটিকে নিয়ে রাজনৈতীক দোষারোপ করে অল্প বিস্তর সহমর্মিতা প্রদর্শন করে তৃতীয় দিন ঘটনাটিকে ভুলে যাওয়া যেতে পারে, তাতে দোষের কিছু আছে বলে আমার মনে হয়না, কারন আজ-কাল আমরা এই কালচার্ডেই অভ্যস্ত। জীবনের পন্থশালায় কত লোক রোজ মরছে, তাতে “আমার কি?” এই কথা বলে যদি এড়িয়ে যেতে নাপারি তবে এই মাহাশুন্যে নিজেকে খাপছাড়া বলে মনে হয়। যদিও জীবন কোন একটি ঘটনার জন্য থেমে থাকেনা, কিন্তু অতীত এবং বর্তমান থেকে শিক্ষা না নিয়ে যদি এড়িয়ে চলার চেষ্টা করা হয় তাহলে ভবিষৎ যে ভয়ানক তা আর বলার অপেক্ষা রাখেনা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!