আজ, ৫ই সেপ্টেম্বর ২০১৬ইং, সন্ধ্যা ৬ ঘটিকা থেকে আমরা শ্রীপুর, দেওয়ানপাশা এবং হাফলং এর জনগণ গত বছরের ১০ই মার্চ ২০১৫ইং খুন হওয়া পুনম দাসের অবাধ, সুষ্ট ও সময়সীমাবদ্ধ বিচারের দাবি জানিয়ে ধর্মনগর শহর জুড়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ রেলিতে অংশগ্রহন করি।

আশিস দাস (পুনম দাসের স্বামী) পুনম দাস হত্যা মামলার বিচারাধীন অবস্থায় অন্তর্বর্তীকালীন জামিনে থাকাকালীন ২১শে সেপ্টেম্বর ২০১৫ইং একটি সরকারি চাকরিতেতার অনৈতিক নিয়োগের বিরুদ্ধেও আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। 



full-width