আমার যা শ্রেষ্ট প্রকাশ সে আমি কাউকে কেবল নিজের ইচ্ছানুসারে দিতে পারিনে-সে আমার আয়ত্তের অতীত, তা আমার দান-বিক্রয়ের ক্ষমতা নেই। মুল্য দিয়ে বিক্রয় করতে চেষ্টা করলেই তার উপরকার আবরনটি কেবল পাওয়া যায়-আসল জিনিষটা তখন কাছে না এসে আরো দূরে সরে যায়। নিজের যা সর্বকৃষ্ট কজনই বা তা ধরে রাখতে বা পৃথিবীতে রেখে যেতে পেরেছে বা পারবে। আমরা সর্বদা দৈবক্রমেই প্রকাশিত হই-ইচ্ছা করলেই বা চেষ্টা করলেই প্রকাশিত হতে পারিনে।
সর্বদা যাদের সাথে থাকি, তাদের কাছেও নিজেকে ব্যক্ত করা আমার সাধ্যের অতীত। কিন্তু কারো-কারো এমন একটা অকৃতিম শক্তি বা স্বভাব আছে যে, সে তার দ্বারা অন্যের ভীতরকার সত্যটিকে অত্যন্ত সহজেই আপনার করে নিতে পারে এবং সে নিজেও তা জানতে পারেনা। যদি আমার সবচেয়ে অন্তরের কথা এই লেখাতে প্রকাশ পায় তাহলে বুঝেনিতে হবে যাদের জন্য এই লেখা তাদের সেই ক্ষমতা আছে… তাই না!!!

full-width